বলিউডের সুপারহিট জুটি শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ-দীপিকা অভিনীত ছবি ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত স্পাই ইউনিভার্সের এই ছবি বক্স অফিসে সুনামি এনেছিল বললে বাড়াবাড়ি হবে না। শোনা যাচ্ছে, ‘পাঠান ২’ ছবিতে আবার শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে ফিরছেন এই তারকা। স্পাই এজেন্ট ‘রুবিনা’র চরিত্রে আবার চমকে দেবেন দীপিকা। তাঁর চরিত্রটিকে ঘিরে আরও চমক থাকছে বলে ইঙ্গিত দিয়েছে যশরাজ ফিল্মস।
চার বছর পর পাঠান ছবির মাধ্যমে ফিরেছিলেন কিং খান। প্রথমটি দেখার পর থেকে এর সিকুয়েলের অপেক্ষায় আছেন সিনেমাপ্রেমীরা। তাঁদের জন্য সুখবর। ‘পাঠান ২’ ছবির চিত্রনাট্য প্রস্তুত। সংলাপ লেখার কাজ চলছে এখন। যশরাজ ফিল্মস ছবির শুটিংয়ের পরিকল্পনা করছে।
শোনা গেছে, পাঠান মুক্তির আগেই নাকি এর সিকুয়েলের কাজ শুরু করেছিলেন নির্মাতা আদিত্য চোপড়া। প্রথমটির রেকর্ড ভাঙতে চান তিনি। তাই ‘পাঠান ২’ ঘিরে যশরাজ ফিল্মসের আরও বড় পরিকল্পনা।
চিত্রনাট্য আরও দুর্দান্ত হবে। সময় নিয়েই চিত্রনাট্য করেছেন নির্মাতারা। শ্রীধর রাঘবন ও আব্বাস টায়ারওয়ালার সঙ্গে আদিত্য নিজে চিত্রনাট্য লেখার কাজে যুক্ত ছিলেন।
তবে এখনো পরিচালক ঠিক হয়নি। এটা নিশ্চিত যে পাঠান ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ সিকুয়েল পরিচালনা করছেন না। বহু প্রতীক্ষিত ছবিটির পরিচালনার দায়িত্ব নতুন কোনো পরিচালকের কাঁধে তুলে দিতে চান আদিত্য। আবার এমনও শোনা যাচ্ছে যে আদিত্য নিজেই পাঠান ২ ছবির পরিচালনার দায়িত্ব সামলাবেন। আর তা না হলে ব্রহ্মাস্ত্র পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে পরিচালকের আসনে বসাবেন তিনি।
‘কিং’ ছবির শুটিং শেষ করার পর ‘পাঠান ২’–এর শুটিং শুরু করবেন শাহরুখ খান। সুজয় ঘোষ পরিচালিত ‘কিং’ ছবিতে আরও আছেন অভিষেক বচ্চন, সুহানা খান, অভয় ভার্মা প্রমুখ। ছবিটি ২০২৬ সালে বড় পর্দায় মুক্তি পাবে।