সংযুক্ত আরব আমিরাতের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ইউএই’র হয়ে জোড়া গোল করেছেন জর্জিয়া গিবসন। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন আফঈদা।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুবাইয়ের এফএ স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। ছয় ম্যাচ অপরাজিত থাকার পর হারের তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশ। সবশেষ গত জুনে চাইনিজ তাইপের কাছে হেরেছিল মেয়েরা। গত সাফে হয়েছিল অপরাজিত চ্যাম্পিয়ন।
ম্যাচের ১৮তম মিনিটেই লিড নেয় স্বাগতিক আরব আমিরাত। স্কোর শিটে নাম তোলেন এলিজাবেথ ফরশো। মিনিট দশেকের মধ্যে লিড দ্বিগুণ করেন জর্জিয়া গিবসন। তবে ম্যাচের ৩৫ মিনিটে বাংলাদেশের হয়ে ব্যবধান কমান অধিনায়ক আফঈদা খন্দকার। ২-১’এ পিছিয়ে থেকে বিরতি যায় পিটার বাটলার শিষ্যরা।
বিরতির পর বাংলাদেশের জালে আরও একবার বল পাঠান জর্জিয়া। ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা না পেলে ৩-১ ব্যবধানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী ফুটবল দল। জাতীয় দলের ১৮ সিনিয়র ফুটবলার ছাড়াই এই ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ।
গত অক্টোবরে নেপালকে হারিয়ে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর খেলার বাইরে ছিল মেয়েরা। সাফ জয়ের পর বিতর্কের বেড়াজালে বন্দী হয়ে পড়ে দেশের নারী ফুটবল। কোচ বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে অনুশীলন বয়কট করেন ১৮ জন খেলোয়াড়, যাদের মধ্যে ১৫ জনই সাফ জয়ের অভিজ্ঞতায় ঋদ্ধ।
উল্লেখ্য, আগামী ২ মার্চ একই প্রতিপক্ষের বিপক্ষে আরেকটি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নারী দল।