সারা দেশে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা প্রায় একই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী তিন দিন আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। এছাড়া, শেষরাত থেকে ভোরের মধ্যে দেশের কিছু নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে।
আগামী বুধবার ও বৃহস্পতিবার (৪৮ ঘণ্টা) দেশের রাত ও দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না। তবে শুক্রবার রাতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, যদিও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ কারণে আপাতত কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই, এবং আবহাওয়া শুষ্কই থাকবে।