spot_img

গোবিন্দ এবং সুনীতা আহুজা কি ডিভোর্সের পথে?

অবশ্যই পরুন

বলিউডের প্রখ্যাত অভিনেতা গোবিন্দা এবং তার স্ত্রী সুনীতা আহুজা আজ খবরের শিরোনামে রয়েছেন, কারণ গুঞ্জন উঠেছে যে তারা ৩৭ বছরের বিবাহিত জীবন শেষে আলাদা হয়ে গেছেন।

জুম টিভির রিপোর্ট অনুযায়ী, এই দম্পতি কিছু সময় ধরে আলাদা থাকছেন। তবে, গোবিন্দা বা সুনীতা আহুজার পক্ষ থেকে এখন পর্যন্ত ডিভোর্স সংক্রান্ত কোনো অফিসিয়াল বিবৃতি প্রকাশ করা হয়নি।

রিপোর্টে দাবি করা হয়েছে যে, গোবিন্দা এবং সুনীতা আহুজার “বিভিন্ন লাইফস্টাইল পছন্দ” তাদের মধ্যে বিরোধের কারণ হয়ে দাঁড়িয়েছে। আরও একটি রিপোর্টে বলা হচ্ছে, গোবিন্দার একটি মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের কারণে তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে।

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে সুনীতা আহুজা জানান, তারা বেশিরভাগ সময় আলাদা থাকেন, কারণ গোবিন্দা তার মিটিং এবং জমায়েতের কারণে দেরি করে বাড়ি ফেরেন। সুনীতা বলেন, “আমাদের দুটি বাড়ি রয়েছে, একটি অ্যাপার্টমেন্ট এবং একটি বাঙ্গালো। আমি, আমার ছেলে-মেয়ে অ্যাপার্টমেন্টে থাকি, কিন্তু গোবিন্দা প্রায়ই দেরি করে ফেরে। তিনি কথা বলতেই ভালোবাসেন, তাই ১০ জনকে একত্রিত করে চা-চক্র করেন।”

এদিকে, ইটাইমস একটি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, “সুনীতা কয়েক মাস আগে আলাদা হওয়ার নোটিশ পাঠিয়েছিলেন, তবে এরপর থেকে কোনো অগ্রগতি হয়নি।”

গোবিন্দার ম্যানেজার শশী সিনহা বলেন, “দম্পতির মধ্যে কিছু সমস্যা হয়েছে, তবে গোবিন্দা একটি নতুন চলচ্চিত্র শুরু করতে যাচ্ছেন এবং শিল্পীরা তার অফিসে আসছেন। আমরা চেষ্টা করছি বিষয়টি সমাধান করার।”

হিন্দি রাশ সাক্ষাৎকারে সুনীতা হাসি মুখে বলেন, “আমি তাকে বলেছি, আমার পরবর্তী জীবনে সে যেন আমার স্বামী না হয়। সে কখনো ছুটি নেয় না, আমি বাইরে গিয়ে রাস্তার পানীপুরি খেতে চাই।”

উল্লেখ্য, গোবিন্দা এবং সুনীতা আহুজা ১৯৮৭ সালে বিবাহিত হন এবং তাদের প্রথম সন্তান টিনাকে ১৯৮৮ সালে স্বাগত জানান। পরবর্তীতে, ১৯৯৭ সালে তাদের ছেলে যশবর্ধন জন্ম নেয়।

সূত্র- এনডিটিভি

সর্বশেষ সংবাদ

মাহমুদউল্লাহকে দেখে মনে হয়েছে সে ছুটি কাটাতে এসেছে: ওয়াসিম আকরাম

মাহমুদউল্লাহকে দেখে মনে হয়েছে সে ছুটি কাটাতে এসেছে! এবার এমনই এক মন্তব্য করে বসলেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম...

এই বিভাগের অন্যান্য সংবাদ