spot_img

নামাজের পর ছোট্ট যে আমলে আছে বিশেষ সওয়াব

অবশ্যই পরুন

নামাজ অন্যতম ফরজ ইবাদত। পবিত্র কুরআনে ৮২ বার নামাজের কথা এসেছে। ইরশাদ হয়েছে, ‘যখন তোমরা সালাত (নামাজ) পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিন্ত হবে, তখন সালাত (পূর্বের নিয়মে) কায়েম করবে। নিশ্চয়ই সালাত মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ। (সুরা নিসা, আয়াত: ১০৩)।

অন্যদিকে পরকালে সফল হতে মহান আল্লাহর হুকুম যেমন মেনে চলা জরুরি তেমনি রাসুল (সা.) এর আদর্শ ও তাঁর দেখানো পথ অনুসরণও জরুরি। পবিত্র কুরআনে খোদ মহান রব ঘোষণা দিয়েছেন, ‘হে নবী আপনি তাদের বলে দিন- যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু’ (সুরা আল-ইমরান, আয়াত: ৩১)।

বিভিন্ন সময়ে বর্ণিত হাদিসে রাসুল (সা.) যেমন উম্মতদের নানা বিষয়ে আদেশ-নিষেধের কথা জানিয়েছেন, তেমনি বাতলে দিয়েছেন মহান রবের সন্তুষ্টি অর্জনের পথও। এর মধ্যে একটি হাদিসে নামাজের পর ছোট্ট কিন্তু ফজিলতপূর্ণ আমলের কথা এসেছে।

আবদুল্লাহ ইবন আমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, এমন দুটি অভ্যাস রয়েছে যদি কোনো মুসলিম সে দুটি আয়ত্ত করতে পারে, তবে সে অবশ্যই জান্নাতে যাবে। জেনে রাখো, এ দুটি অভ্যাস খুবই সহজ কিন্তু এ অনুসারে আমলকারীর সংখ্যা খুবই কম। প্রত্যেক সালাতের পর ১০ বার সুবহানাল্লাহ, ১০ বার আলহামদুলিল্লাহ, ১০ বার আল্লাহু আকবার পাঠ করবে।

আবদুল্লাহ ইবন আমর (রা.) বলেন, আমি রাসুল (সা.) কে হাতের সাহায্যে তা গণনা করতে দেখেছি। রাসুল (সা.) বলেন, জবানে তো মোট হয় একশ’ পঞ্চাশবার, আর মীযানের পাল্লায় হবে এক হাজার পাঁচশ’ বার। আর যখন শয্যাগ্রহণ করবে, তখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ পাঠ করবে একশ’ বার। এ জবানে তা হলো একশ’ কিন্তু মীযানের পাল্লায় হবে হাজার। তোমাদের মধ্যে এমন কে আছে যে রাত-দিনে দু’হাজার পাঁচশ’ গুনাহ করে! পরে সাহাবীরা বললেন, আমরা এ দুটি অভ্যাস কেন আয়ত্ত করতে পারবো না?

জবাবে নবীজি বললেন, তোমাদের একজন যখন সালাতে থাকে তখন শয়তান আসে আর তাকে বলতে থাকে- এটা মনে করো, ওটা মনে করো। এমনকি সে সালাত (নামাজ) শেষ করে ফেলে। হয়তো এ কারণে সে তা আয়ত্ত করতে পারে না। ফলে তার শয্যাগ্রহণের সময় সে আসে এবং তাকে ঘুম পাড়াতে থাকে। শেষে সে ঘুমিয়ে যায়। (তিরমিজী, হাদিস: ৩৪১০)

সর্বশেষ সংবাদ

মাহমুদউল্লাহকে দেখে মনে হয়েছে সে ছুটি কাটাতে এসেছে: ওয়াসিম আকরাম

মাহমুদউল্লাহকে দেখে মনে হয়েছে সে ছুটি কাটাতে এসেছে! এবার এমনই এক মন্তব্য করে বসলেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম...

এই বিভাগের অন্যান্য সংবাদ