spot_img

সুসংবাদ পেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

অবশ্যই পরুন

ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক বৈধতা পেয়েছেন ভলোদিমির জেলেনস্কি। দেশটির সংসদে উপস্থিত সব এমপি তাকে প্রেসিডেন্ট পদে রাখার পক্ষে উত্থাপিত একটি প্রস্তাবে (রেজ্যুলেশন) সমর্থন দিয়েছেন।

গত বছর মে মাসে জেলেনস্কির পদের মেয়াদ শেষ হয়েছে। তবে যুদ্ধের কারণে প্রেসিডেন্ট নির্বাচন করা সম্ভব হয়নি। তাই নির্বাচন ছাড়া প্রেসিডেন্টের পদে বহাল থাকায় তাকে ‘স্বৈরশাসক’ বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ইউক্রেনের পার্লামেন্টে এই রেজ্যুলেশন উত্থাপন করা হয়।

ইউক্রেনের পার্লামেন্টে উত্থাপিত ওই রেজ্যুলেশনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন জেলেনস্কি প্রেসিডেন্ট পদে বহাল থাকবেন। এর পক্ষে ভোট দিয়েছেন ২৬৮ জন এমপি। তবে সংসদে ১২ জন অনুপস্থিত ছিলেন। উপস্থিত কেউ-ই এই রেজ্যুলেশনের বিপক্ষে ভোট দেননি।

পার্লামেন্টে উত্থাপিত ওই প্রস্তাবে আরও বলা হয়, ভারখোভনা রাদা (ইউক্রেনের সংসদের নাম) আবারও স্মরণ করিয়ে দিচ্ছে যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অবাধ, স্বচ্ছ, গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। তার ম্যান্ডেটকে ইউক্রেনের জনগণ বা সংসদ প্রশ্নবিদ্ধ করেনি।

সূত্র : আল জাজিরা

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিয়ন্ত্রণ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে দলগুলো একমত

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। তবে কী আইন বা নীতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ