অপরাধ দমনে রাজধানীতে ৬৫টি জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে বলে জানিয়ছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা জোরদারে চলমান বিশেষ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরে ছিনতাইকারীদের ধরার জন্য যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে। ছিনতাইকারীদের দমন করার উদ্দেশ্যে আজকেও ব্লক রেড করা হয়েছে। ঢাকা শহরে ৬৫টি জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। ঢাকা উদ্যান থেকে সন্ত্রাসী টোংগা বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।