যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনা দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য বিভিন্ন সময় বক্তব্য দেন। এরই পরিপেক্ষিতে ‘ডেভিল হান্ট’ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যদি কেউ দেশের পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করে; সে রাজনৈতিক ব্যক্তি বা ছিনতাইকারী হোক, কাউকে বরদাস্ত করা হবে না।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, দেশে যে চাঁদাবাজির ঘটনা ঘটছে তাতে রাজনৈতিক ইন্ধন রয়েছে। একটি দলের নেতা মাইকে চাঁদাবাজির ঘোষণা দিয়েছে। এতে অন্যরাও উৎসাহিত হচ্ছে। পাশাপাশি দেশের পরিস্থিতি খারাপ করতে আওয়ামী লীগের ইন্ধন রয়েছে। দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গ্রুপে দেশের পরিস্থিতি খারাপ করতে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছে। এ সময় দেশের পরিস্থিতি বিঘ্নিত কয়ার চেষ্টা কোনোভাবে সহ্য করা হবে না বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, গত ছয় মাসে বড় ধরণের অপরাধ কমেছে। একটি ঘটনা ভাইরাল হলে সবাই আতঙ্কিত হয়ে যায়। গত একঘণ্টা ধরে রাজধানীর চেকপোস্টগুলো পরিদর্শন করেছি। সবখানে চেকপোস্ট বসানো হয়েছে। এতে জনমনে আতঙ্ক কমবে। পৃথিবীতে অপরাধ ছাড়া কোনো দেশ নেই। তবে সেটিকে নিয়ন্ত্রণে আনতে হবে বলেও জানান তিনি।