spot_img

ঢাকায় রাশিয়ান হাউসের ৫০তম বার্ষিকী উদযাপন: বাংলাদেশ-রাশিয়া বন্ধনের নতুন দিগন্ত

অবশ্যই পরুন

ঢাকায় রাশিয়ান হাউসের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে বাংলাদেশ ও রাশিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত এই. ই. আলেকজান্ডার খোজিন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদসহ কূটনৈতিক প্রতিনিধি ও বিশিষ্ট অতিথিরা।

এ ঐতিহাসিক উপলক্ষে প্রদত্ত ভাষণে বক্তারা বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সুদীর্ঘ বন্ধুত্বের কথা তুলে ধরেন এবং সাংস্কৃতিক, শিক্ষা ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে রাশিয়ান হাউসের অবদানের প্রশংসা করেন।

রাশিয়ান হাউস, যা ১৯৭৪ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়, বিগত পাঁচ দশক ধরে বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে। বক্তারা বলেন, এই প্রতিষ্ঠানটি শুধু রাশিয়ান ভাষা ও সাহিত্য শিক্ষার ক্ষেত্রেই নয়, বরং দুই দেশের মধ্যে গভীর মৈত্রীর সেতুবন্ধন তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এছাড়াও, বক্তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক খাতে রাশিয়ার সহযোগিতার প্রশংসা করেন। আগামীকাল বুধবার রোসাটমের মহাপরিচালক এইচ. ই. আলেকজান্ডার লিখেচিভ বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে, যা রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।

অনুষ্ঠানে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির প্রেক্ষাপটে রাশিয়ার সহযোগিতার ভূয়সী প্রশংসা করা হয়। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে রাশিয়া গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

বক্তারা বলেন, আগামী দিনে বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক আরও দৃঢ় হবে এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও প্রসারিত হবে।

অনুষ্ঠানের শেষে রাশিয়ান হাউসের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ স্মারক উন্মোচন করা হয় এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উদযাপনটি আরও বর্ণিল হয়ে ওঠে।

সর্বশেষ সংবাদ

‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

হজযাত্রাকে সহজ ও নিরাপদ করতে ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালু করে হজযাত্রীদের সার্বক্ষণিক সেবা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড....

এই বিভাগের অন্যান্য সংবাদ