ছাত্র-জনতা আন্দোলনের সময় পরিচিত মুখ হয়ে ওঠেন সমন্বয়ক নাহিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এই ছাত্র অভ্যুত্থান পরবর্তী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হলে উপদেষ্টা হিসেবে শপথ নেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পদত্যাগের পর নাহিদ যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ছাত্রদের মধ্যে আরও দুজন এখনও সরকারে রয়েছেন। তারা মনে করছেন সরকারে তাদের থাকা দরকার। তারা যখন মনে করবেন তখন সরকার থেকে পদত্যাগ করবেন। আমাদের অনেক সীমাবদ্ধতা ছিলো। আমরা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি সবসময়। আমলাতান্ত্রিক জটিলতা ছিলো। আমরা এসে এই ব্যুরোক্রেসিকে যেভাবে পেয়েছি সেখানে পুলিশের আত্মবিশ্বাস কম ছিলো, তবে আমাদের সীমাবদ্ধতা থাকা স্বত্বেও কাজ করেছি।’
২৮ ফেব্রুয়ারি ঘোষণা হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
এদিন ব্রিফ শেষে জাতীয় পতাকা ছাড়া গাড়ি নিয়ে যমুনা থেকে বের হয়ে যান নাহিদ ইসলাম।
নাহিদ পদত্যাগ করার পর সারজিস আলম একটি পোস্ট দেন ফেসবুকে, এতে লেখা ‘এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। রাজপথে স্বাগতম, সহযোদ্ধা।’