অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রমজানকে সামনে রেখে বাজারে সব ধরনের পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার। এখন পর্যন্ত কোনো পণ্যের ঘাটতি নেই। যদি কোনো ব্যবসায়ী তেলসহ অন্যান্য পণ্য মজুদ করে রাখে তাদের ব্যাপারে কঠোর অবস্থানে সরকার।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব বলেন তিনি। এসময় উপদেষ্টা জানান, জুনেই বাজেট ঘোষণা করা হবে। কত তারিখে হবে সেটা পরে জানানো হবে। বাজেটের আগে মূল্যস্ফীতির সংখ্যা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছি।
অর্থ উপদেষ্টা বলেন, এখন মূল্যস্ফীতি ৯ শতাংশের ঘরে আছে। ঈদের পর মূল্যস্ফীতি ৭ থেকে ৮ শতাংশের ঘরে নিয়ে আসার চেষ্টা করছি। যা বাজেটের আগে আরও কমবে।
উপদেষ্টা বলেন, রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার। লোডশেডিং কমিয়ে মানুষকে স্বস্তি দিতে এলএনজি আমদানির সিদ্ধান্ত সরকারের। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ এবং অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের বৈঠকে এক কার্গো করে এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ড. সালেহউদ্দিন বলেন, বাংলাদেশের একটি প্রতিষ্ঠানকে ২৯ মিলিয়ন ডলার অনুদান দেয়া হয়েছে ট্রাম্পের এই বক্তব্য সত্যতা নিয়ে কাজ করবে এনজিও ব্যুরো, অর্থ মন্ত্রণালয় নয়। তবে টাকাটা কোন খাতে ব্যয় করা হয়েছে সেটাই মুখ্য বিষয়। মোটিভেশনের জন্য এই টাকা ব্যয় হতে পারে না। তবে উন্নয়নের কাজে ব্যয় হতে পারে।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রয়েছে ব্যবসায়ীরা। কারণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে অর্থনৈতিক অবস্থা ওপর এর প্রভাব পড়বে। সরকার বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। শিগগিরই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।