spot_img

ইসলামী সলিডারিটি গেমস ৭-২১ নভেম্বর

অবশ্যই পরুন

দিনক্ষণ চূড়ান্ত হয়েছে এবারের ইসলামী সলিডারিটি গেমসের। ৬ষ্ঠ এই গেমস অনুষ্ঠিত হবে এ বছরের ৭ থেকে ২১ নভেম্বর। সৌদি আরবের রাজধানী রিয়াদে হবে এই আসর।

২০২২ সালে তুরস্কের কোনিয়াতে সর্বশেষ ইসলামী সলিডারিটি গেমস হয়েছে। এরপর ক্যামেরুনের ইয়াউন্ডিতে এই আসর হওয়ার কথা থাকলেও পরে উত্তর পশ্চিম আফ্রিকার দেশটি পিছু হটে। পরে রিয়াদ গেমসটি আয়োজনে উদ্যোগী হয়।

এবার মোট কয়টি ডিসিপ্লিনে খেলা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। গত সলিডারিটি গেমসে বাংলাদেশ আরচারীতে একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক জিতেছিল।

এদিকে আজ ও আগামী কাল এস এ গেমস নিয়ে সভা দক্ষিণ এশিয়ান অলিম্পিক কমিটির (এসএওসি)। পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা গেমস। পাকিস্তান এই বছর গেমসটি করতে চাইলেও বাস্তবে তারা করতে পারবে কিনা সন্দেহ। সে বিষয়েই আলোচনা হবে সভায়। সভায় যোগ দিতে পাকিস্তান গেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচীব আশিকুর রহমান মিকু ও সদস্য সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

এ বছর অক্টোবরেই মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে অনুষ্ঠিত হবে ইয়ুথ এশিয়ান গেমস। ২২ থেকে ৩১ অক্টোবর এই গেমসের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। বিওএ এখনো ঠিক করেনি তারা কোন কোন ডিসিপ্লনে অংশ নেবে। এই এশিয়ান ইয়ুথ গেমস সর্বশেষ ২০১৩ সালে অনুষ্ঠিত হয়েছিল। এবারের গেমস হওয়ার কথা ছিল উজবেকিস্তানের তাশখন্দে। তবে তাদের অপারগতায় বাহরাইন এগিয়ে আসে।

সর্বশেষ সংবাদ

মালদ্বীপের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. ইউনূস মালদ্বীপের হাই কমিশনার শিউনীন রশিদকে বাংলাদেশে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে- ‘বাংলাদেশে তার দায়িত্ব...

এই বিভাগের অন্যান্য সংবাদ