spot_img

জার্মানিতে জোট সরকার গঠন করবে সিডিইউ-সিএসইউ

অবশ্যই পরুন

জার্মানির নির্বাচনে ভোটগণনা শেষ হয়েছে। ইতোমধ্যে প্রাথমিক ফলাফলে প্রকাশিত হয়েছে। এখন পর্যন্ত ২১তম জাতীয় নির্বাচনে ২৮ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছে ফ্রিডরিখ মের্ৎসের নেতৃত্বাধীন রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) এবং তাদের জোটভুক্ত দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন (সিএসইউ)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, তবে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) জিতলেও একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারায় জোট সরকার গঠন করতে হবে এই জোটকে।

এবারের নির্বাচনে জার্মান ভোটারদের উপস্থিতি ছিল মোট ৮৩ শতাংশ। ১৯৯০ সালে জার্মানি একীভূত হওয়ার পর থেকে সর্বোচ্চ ভোটারের উপস্থিতি দেখা গেছে এ নির্বাচনে।

ভোটারদের প্রধান উদ্বেগের বিষয় ছিল অভিবাসন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং জ্বালানি সংকট। এ নির্বাচনে চমক দেখিয়েছে কট্টর ডানপন্থি অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)। দলটি ২০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে রেকর্ড দ্বিতীয় স্থান অর্জন করেছে, যা দলটির ইতিহাসে প্রাপ্ত সর্বোচ্চ ভোট।

তবে ভরাডুবি হয়েছে চ্যান্সেলর শলৎজের সোশ্যাল ডেমোক্রেট দলের (এসপিডি)। কয়েক দশকের মধ্যে সবচেয়ে বাজে ফল দেখল দলটি। মাত্র ১৬ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে এসপিডি। প্রাথমিক ফল প্রকাশের পর নিজের পরাজয় স্বীকার করেছেন শলৎজ।

সর্বশেষ সংবাদ

আনিসুল হকের ১৪০ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ

সাবেক ‘ফ্যাসিস্ট’ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক ও তার স্বার্থ সংশ্লিষ্ট ২৭টি ব্যাংক হিসাবের ১৪০ কোটি ১৭ লাখ আট হাজার...

এই বিভাগের অন্যান্য সংবাদ