৮ বছর পর প্রত্যাবর্তনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ টিকলো ৪ দিন। ২০ ফেব্রুয়ারি ভারত আর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে দুই হারে শেষ হলো টাইগারদের যাত্রা। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে হেরে নিজেদের পাশাপাশি পাকিস্তানের বিদায়টাও নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তরা।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে যেন হেসে খেলেই টাইগারদের হারিয়েছে কিউইরা। ম্যাচের কোনো পর্যায়ে খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রাখতে পারেনি বাংলাদেশ। সঙ্গে ছিল বাজে ফিল্ডিংয়ের হতাশা। সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্রকে অন্তত তিনবার লাইফ দিয়েছেন টাইগার ফিল্ডাররা।
আর সেটার শোধ নিয়েই বাংলাদেশকে খাদের কিনারায় ঠেলে দেন রাচিন। আর বাকি কাজ শেষ করেন গ্লেন ফিলিপস-টম ল্যাথামরা। হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন এলোমেলো ক্রিকেটের কথা।
আক্ষেপ করে বলছিলেন শান্ত, ‘আমরা সিরিজ জিতলেও বেশির ভাগ সময় ঘরের মাঠে জিতি। দেশের বাইরে সিরিজ কমই জেতা হয়। আইসিসি ইভেন্টেও একই অবস্থা। একদিন বোলিং ভালো হয় না, আরেক দিন ব্যাটিং খারাপ হয়, আরেক দিন ফিল্ডিং খারাপ হয়। কেমন যেন এলোমেলো ক্রিকেট হয়। আমাদের এটা থেকে বের হয়ে আসার পথ খুঁজতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে সম্মিলিতভাবে ভালো করার উপায় বের করতে হবে।’
দলের বোলারদের নিয়ে শান্ত বলেছেন, ‘বোলিংয়ে আমরা খুবই ভালো শুরু করেছিলাম। কিন্তু ওরাও (নিউজিল্যান্ড) পরে ভালো ব্যাটিং করে। বোলারদের কাছে এর চেয়ে ভালো কিছু আশা করতে পারতাম না। তারা খুবই ভালো করেছে।’
আর ব্যাটিং? দুবাইয়ে ভারত ম্যাচের বাজে এরপর দলের ফিল্ডিং নিয়ে শান্ত বললেন, ‘বোলিং ইউনিট হিসেবে আমরা ভালো করলেও ব্যাটিং–ফিল্ডিংয়ে আরও উন্নতি করতে হবে। একই ভুল আমরা বারবার করছি। এরপর থেকে চেষ্টা করব এই জায়গায় বদল আনতে।’