spot_img

অপারেশন ‘ডেভিল হান্টে’ গ্রেফতার আরও ৫৭২

অবশ্যই পরুন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১ হাজার ৩৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৭৬৯ জন এবং অন্য মামলা ও ওয়ারেন্ট-মূলে গ্রেফতার করা হয়েছে ৫৭২ জনকে। এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে মোট ৭ হাজার ৮৮২ জন গ্রেফতার হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশের সদর দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, এ সময়ে একটি দেশীয় একনলা বন্দুক, দুইটি কার্তুজ, চারটি রামদা, দুইটি চাপাতি, একটি ছুরি, একটি এলজি ও একটি কেঁচি উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন, যাদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

হামলার এ ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু হয়।

সর্বশেষ সংবাদ

আইসিসির ইভেন্টে সর্বোচ্চ রান তাড়া করে জয় অস্ট্রেলিয়ার

চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫১ রান তুলে টুর্নামেন্টটিতে দলীয় সর্বোচ্চ রানের ইতিহাস গড়েছিল ইংল্যান্ড। শনিবার (২২ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি...

এই বিভাগের অন্যান্য সংবাদ