জুলাই অভ্যুত্থান সর্বক্ষেত্রে বৈষম্য দূর করার সুযোগ তৈরি করেছে। বায়ান্নর পাশাপাশি ২৪ কেও ধারণ করতে হবে— এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দীন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ভালো মানের পাঠ্যপুস্তক, প্রবন্ধ, গবেষণা জার্নাল খুবই কম। এতে শিক্ষার্থীদের নিজ ভাষায় জ্ঞান অর্জন ও ব্যবহারিক দক্ষতা বাড়ানো কঠিন। দেশের টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলা ভাষার চর্চা বেশ গুরুত্বপূর্ণ।
এসময়, সাংস্কৃতিক সমতা নিশ্চিত ও নিজের ভাষায় শিক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মাতৃভাষার জন্য বাঙ্গালীর আত্মত্যাগের প্রশংসা করেন অনুষ্ঠানে উপস্থিত ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর ড. সুসান ভাইজ। এসময় আরও উপস্থিত ছিলেন বিদেশি নাগরিক ও কূটনীতিকরা।