spot_img

কুরস্কের বড় অংশ ফিরিয়ে নিয়েছে রাশিয়া

অবশ্যই পরুন

রাশিয়ার কুরস্ক অঞ্চলের অনেকটা অংশ দখলে নিয়েছিলো ইউক্রেন। তবে, সেই কুরস্কের ৮শ’ বর্গকিলোমিটারেরও বেশি (৩০৯ বর্গ মাইল) এলাকা পুনরুদ্ধার করেছে রাশিয়ার সৈন্যরা, যা ইউক্রেনের দখল করা মোট এলাকার প্রায় ৬৪ শতাংশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

কর্নেল জেনারেল সের্গেই রুডস্কয় বলেছেন, রাশিয়া সব দিক থেকে অগ্রসর হচ্ছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনকে চাপে রেখে এলাকা পুনরুদ্ধার করেছে তারা।

রাশিয়া যখন দোনবাস ও জাপোরিঝিয়া অঞ্চলের একের পর এক গ্রাম দখল করছিল, ঠিক তখন ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চল আক্রমণ করে প্রায় এক হাজার বর্গকিলোমিটার ভূখণ্ড দখল করে নেয়।

রুডস্কয় বলেন, রাশিয়া এখন ইউক্রেনের দোনেৎস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন অঞ্চলের ৭৫ শতাংশ ও লুহানস্ক অঞ্চলের ৯৯ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ নিয়েছে। এই চারটি অঞ্চল এখন আইনত রাশিয়ার অংশ এবং কখনোই ইউক্রেনকে ফেরত দেয়া হবে না।

সর্বশেষ সংবাদ

ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো মেরামত করাই বিএনপি লক্ষ্য : তারেক রহমান

বিএনপির মূল লক্ষ্য ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো মেরামত করা বলে মন্তব্য করেছেন দলটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার যশোর ঈদগাহ...

এই বিভাগের অন্যান্য সংবাদ