spot_img

অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক গভর্নর আতিউরসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

অবশ্যই পরুন

এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, অর্থনীতিবিদ আবুল বারাকাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সংস্থাটির উপ-পরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে ঢাকা কার্যালয়ে এই মামলাটি দায়ের করেছে। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন, এনানটেক্স গ্রুপের চেয়ারম্যান ইউনুস বাদল, সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা রাজী হাসান।

মামলার এজাহারে বলা হয়, ব্যাংক কর্তৃক মর্টগেজ নেয়া জমিতে বাস্তবে কোনো ভবন না থাকলেও ঋণ গ্রহীতা স্থাপনা দেখিয়ে ব্যাংক ঋণ নিয়ে লোপাট করেছে। সাবেক গভর্নর আতিউর রহমান ও তার সহযোগী অন্যান্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাত করেছেন বলেও এতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, ২০২২ সালে ঋণ অনিয়ম তদন্ত করে প্রমাণ না পাওয়ায় অভিযোগ পরিসমাপ্তি করেছিল দুদক।

সর্বশেষ সংবাদ

এনসিপির মনোনয়নপত্র নিলেন জুলাই অভ্যুত্থানে ‘স্যালুট দেওয়া’ সেই রিকশাচালক

জুলাই আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে দেশব্যাপী আলোচিত সেই রিকশাচালক সুজন এবার জাতীয় নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ