spot_img

এমবাপ্পের হ্যাটট্রিকে সিটিকে হারিয়ে শেষ শোলোতে রিয়াল

অবশ্যই পরুন

ম্যানচেস্টার সিটির কান্নার কারণ হলেন কিলিয়ান এমবাপে একাই। সব ধরনের চেষ্টা করেও ফরাসি তারকাকে আটকাতে পারেননি সিটির কোচ পেপ গার্দিওলা। এমবাপে র হ্যাটট্রিকের বদৌলতে চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় লেগে ৩-১ গোলে হেরেছে সিটি। তাতে দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে হেরে বিদায় নিল সিটিজেনরা।

সান্তিয়াগো বার্নাব্যুয়ে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ম্যাচের প্রথম ৩৫ মিনিটের মধ্যে দুই গোল হজম করে সিটিজেনরা। তাতে নিশ্চিত হয়ে যায় এবারের চ্যাম্পিয়ন্স লিগ থেকে তাদের বিদায়। ম্যাচের চতুর্থ মিনিটে রাউল আসেন্সিওর থ্রু বল পেয়ে সিটির গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান এমবাপে।

তার কিছুক্ষণ পরই বড় ধাক্কা খায় সিটি। ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার জন স্টোনস। ২৯তম মিনিটে দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। তবে সিটি গোলরক্ষক এডারসন তা ঠেকিয়ে দেন। তবে ৩৩তম মিনিটে এমবাপ্পের শট আর ঠেকাতে পারেননি সিটি গোলরক্ষক। রদ্রিগোর পাস পেয়ে সিটির ডিফেন্ডারদের কাটিয়ে দারুণ এক গোল করেন এমবাপে।

দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। বিরতিতে থেকে ফিরে অবশ্য পাল্টা আক্রমণ করে সিটিও। তবে সিটির আক্রমণ ভালোভাবেই প্রতিহত করে রিয়াল। উল্টো ম্যাচের ৬১তম মিনিটে আবারও গোল খেয়ে বসে সিটিজেনরা। ভালভের্দের পাস পেয়ে দারুণ এক গোল করেন ফরাসি এই তারকা।

সর্বশেষ সংবাদ

ইরান যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইরান যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এক দিনের সফরে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। বৈঠকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ