ওয়ানডেতে আগে ব্যাট করে সর্বনিম্ন টার্গেট দিয়ে জয়ের নতুন বিশ্বরেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। ওয়ানডে বিশ্বকাপের প্রাক-বাছাইপর্বের টুর্নামেন্ট লিগ–২ খেলছে ৮টি দল। তেমনই এক ম্যাচে ওমানের বিপক্ষে এই রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্র। আগে ব্যাট করে তারা মাত্র ১২২ রানে অলআউট হয়েও ম্যাচটি জিতেছে।
ওমানের মাঠে চলমান এই টুর্নামেন্টে মঙ্গলবার টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওমান। এরপর প্রথমে ব্যাট করতে নামা যুক্তরাষ্ট্রকে ৩৫.৩ ওভারেই মাত্র ১২২ রানে অলআউট করে দেয়। ছোট সেই লক্ষ্য তাড়ায় চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। ২৫.৩ ওভারে তারা ৬৫ রানে অলআউট হয়ে যায়। ফলে ৫৭ রানে ম্যাচটি জিতে ইতিহাস গড়ে মার্কিন যুক্তরাষ্ট্র।
এর আগে, ওয়ানডেতে সবচেয়ে কম রানে ম্যাচ ডিফেন্ড করার রেকর্ড ছিল ভারতের। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে তারা ১৯৮৫ সালে মাত্র ১২৫ রান করেও ম্যাচ জিতেছিল। এরচেয়ে কম রান করে এতদিন ম্যাচ জয়ের কীর্তি ছিল না কোনো দলের। ৫০ ওভারের ম্যাচে ভারতের চেয়ে তিন রান কম (১২২) করেও ওমানকে হারিয়ে ৪০ বছর আগের সেই রেকর্ড ভেঙেছে যুক্তরাষ্ট্র।
পুরুষ ক্রিকেটে ওয়ানডেতে সবচেয়ে কম রান করেও জয়ের রেকর্ড :
১২২ রান— ওমানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয় (২০২৫)
১২৫ রান— পাকিস্তানের বিপক্ষে ভারতের জয় (১৯৮৫)
১২৭ রান— ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয় (১৯৮১)
১২৯ রান— ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয় (১৯৯৬)
১২৯ রান— আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের জয় (২০১৭)