spot_img

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে পাকিস্তান-নিউজিল্যান্ড

অবশ্যই পরুন

১৭ মার্চ, ১৯৯৬। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। সেই ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। ফাইনালে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৪১ রান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। সেই ম্যাচের নায়ক ও ম্যান অফ দি ম্যাচ আরভিন্দ ডি সিলভা। কারণ তিনি বল হাতে নিয়েছিলেন তিনটি উইকেট এবং ব্যাট হাতে ১০৭ রান করে অপরাজিত ছিলেন। এই সব শুধুই এখন সৃতি। তবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম রয়েছে সাক্ষী হয়ে।

অবশেষে ২৯ বছর পর পাকিস্তানে বৈশ্বিক টুর্নামেন্ট। আজ স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে নিউ জিল্যান্ড। পাকিস্তানের করাচিতে ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়।

সর্বশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে মাঠে গড়ায় চ্যাম্পিয়নস ট্রফি। দীর্ঘ ৮ বছর পর আবার মাঠে ফিরছে ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত এই টুর্নামেন্ট। সেবার ফাইনালে ভারতকে ধসিয়ে শিরোপা উল্লাসে মাতে পাকিস্তান। এবার ঘরের মাঠে শিরোপা ধরে রাখার মিশনে নামবে তারা।

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাকির নায়েকের প্রকাশ্যে বক্তব্য দেয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার

ভারতীয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মালয়েশিয়া। ২০১৯ সালে সাময়িকভাবে তাকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ