spot_img

তৈরি হও বিশ্ব, একটা ঝড় আসছে: শান্ত

অবশ্যই পরুন

চ্যাম্পিয়নস ট্রফির ঠিক আগেই হুঙ্কার দিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গতকাল রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করেন শান্ত। সেখানে তিনি লেখেন, ‘বাংলাদেশের বাঘেরা গর্জন করতে প্রস্তুত, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাঁপিয়ে দেব। তৈরি হও বিশ্ব, একটা ঝড় আসছে!’ এর সঙ্গে তিনি বাঘ ও ক্রিকেটের ইমোজি দিয়েছেন।

এদিকে শান্তর এই বার্তার পালে আরও একটু হাওয়া দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি থেকে গত রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্ত, জাকের আলী অনিক, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে গর্জন করতে প্রস্তুত।’

উল্লেখ্য, ছন্দে না থাকার কারণে বিপিএলের অনেক ম্যাচে বেঞ্চে বসে ছিলেন ফরচুন বরিশালের ব্যাটার নাজমুল হোসেন শান্ত। জাতীয় দলের হয়েও রানে ফিরতে পারেননি। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে ১২ রানেই আউট হয়েছেন বাংলাদেশের অধিনায়ক। সেই ম্যাচ বাংলাদেশ হেরেছে ৭ উইকেটে।

আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের চ্যাম্পিয়নস ট্রফির মিশন। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে শান্তবাহিনী। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে।

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাকির নায়েকের প্রকাশ্যে বক্তব্য দেয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার

ভারতীয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মালয়েশিয়া। ২০১৯ সালে সাময়িকভাবে তাকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ