ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল ইরানের বিরুদ্ধে ‘কাজ শেষ করবে’। রোববার (১৬ ফেব্রুয়ারি) জেরুজালেমে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
নেতানিয়াহু বলেন, ‘গত ১৬ মাসে ইসরায়েল ইরানের সন্ত্রাসী অক্ষের ওপর কঠোর আঘাত হেনেছে। প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্পের দৃঢ় নেতৃত্ব ও আপনাদের অটল সমর্থন নিয়ে আমার কোনো সন্দেহ নেই যে আমরা কাজ শেষ করতে পারব এবং করব।’
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর ইসরায়েল গাজায় ইরান সমর্থিত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়িয়েছে এবং ইরান সমর্থিত ইয়েমেন ও ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর আক্রমণেরও মুখোমুখি হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরান কখনোই পারমাণবিক শক্তি অর্জন করতে পারবে না এবং তিনি ইসলামি প্রজাতন্ত্রটিকে মধ্যপ্রাচ্যের ‘সবচেয়ে বড়’ অস্থিতিশীলতার উৎস হিসেবে বর্ণনা করেন।
রুবিও বলেন, ‘পারমাণবিক ইরান কখনোই হতে পারবে না, কারণ পারমাণবিক অস্ত্রের মাধ্যমে তারা যেকোনো চাপ ও প্রতিক্রিয়া থেকে নিজেদের রক্ষা করতে পারবে। এটা কোনোভাবেই ঘটতে দেওয়া যাবে না।’
গাজা যুদ্ধের কারণে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ইসরায়েল ও ইরান সরাসরি হামলা চালিয়েছে। ২৬ অক্টোবর ইসরায়েল ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে চারজন সেনাকে হত্যা করে, যা ১ অক্টোবর ইরান থেকে ইসরায়েলের দিকে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রতিক্রিয়ায় করা হয়। এরপর ১৩ এপ্রিল ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের দিকে, যা ১ এপ্রিল দামেস্কে ইরানের কনস্যুলেটে ইসরায়েলের সন্দেহভাজন হামলার প্রতিশোধ হিসেবে চালানো হয়।
সূত্র: এএফপি