spot_img

স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদে সদস্য হতে বিএ-এমএ পাশের নির্দেশ

অবশ্যই পরুন

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, স্থানীয় পর্যায়ে অনেক অসমাপ্ত প্রকল্প রয়েছে, কারণ আগের ঠিকাদাররা পালিয়ে গেছেন। তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়ন করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তারা পরিকল্পনা করে এগুলো সম্পন্ন করতে পারেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ডিসি সম্মেলনে ডিসিদের সঙ্গে বৈঠক শেষে ড. মাহমুদ আরও জানান, ডিসিদের ব্রিজ, কালভার্ট নির্মাণসহ অতি প্রয়োজনীয় নতুন প্রকল্প নির্মাণের সিদ্ধান্ত নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, স্কুল পরিচালনা পর্ষদে সদস্য হতে হলে বিএ পাশ এবং কলেজ পরিচালনা পর্ষদে সদস্য হতে হলে এমএ পাশ হতে হবে, এই বিষয়গুলো ডিসিদের সতর্কতার সঙ্গে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, তিনি আগামী বছর থেকে প্রান্তিক জনপদের স্কুলগুলোর জন্য বই দ্রুত পৌঁছানোর বিষয়েও জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

ড. মাহমুদ বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু করার জন্য ডিসিদের এখন থেকেই কাজ শুরু করতে হবে। একটি গণতান্ত্রিক নির্বাচন উপহার দিতে ডিসিদের সঠিক ভূমিকা পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

এবার মুক্ত পরিবেশে মানুষ ঈদ উদযাপন করছে: মির্জা ফখরুল

গত ১৫ বছরের চেয়ে এবারের ঈদে অনেক পার্থক্য আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ