spot_img

উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষের মত, হাসিনাকে ফেরত পাঠানো হোক

অবশ্যই পরুন

ছাত্রজনতার প্রবল আক্রোশের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত! এমনটিই মনে করছেন উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ।

বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা। হাসিনার বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শতাধিক মামলা হয়েছে। এসব মামলায় বিচারের মুখোমুখি করতে ইতোমধ্যে তাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। যদিও ভারত সরকার এ ব্যাপারে কোনোরকম ‘সাড়া’ দেয়নি। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত দিতে নোট ভার্বাল ও অন্যান্য কাগজপত্র পাঠানো হয়েছে।

কিন্তু ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দিতে ‘অনীহা’ দেখালেও দেশটির উত্তরপূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ চান তাকে যেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। মূলত ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের ‘মুড অব দ্য নেশন’ জরিপে উঠে এসেছে এমন তথ্য।

সেখানে প্রশ্ন করা হয়, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কী?”

সেই প্রশ্নের জবাবে উত্তরপূর্বাঞ্চলের ২৩ শতাংশ মানুষ জানিয়েছেন, হাসিনা ভারতের মিত্র ছিলেন, তাই তাকে আশ্রয় দেওয়া ঠিক ছিলো। আর পুরো ভারতের ৩৭ দশমিক ৬ শতাংশ মানুষ এটির পক্ষে মত দিয়েছেন।

যদিও বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে হাসিনাকে এখন ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন উত্তরপূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ। অন্যদিকে পুরো ভারতের ২১ দশমিক ১ শতাংশ চান, হাসিনাকে এখন ভারত সরকার ফেরত পাঠিয়ে দিক।

এই জরিপে দেখা গেছে, ভারতের ২৯ শতাংশ মানুষ চান তিনি যেন আর সেই দেশে না থাকেন। যদিও তারা হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে অন্য দেশে চলে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। ঠিক অন্যদিকে উত্তরপূর্ব ভারতের ১৬ শতাংশ মানুষ এটির পক্ষে মত দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। আজ মিরপুর...

এই বিভাগের অন্যান্য সংবাদ