spot_img

সপরিবারে তাজমহল দর্শনে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক সম্প্রতি ভারত সফরে এসেছেন। ভারতে এসেই গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহী তাজমহল দর্শনে গেছেন তিনি। খবর এনডিটিভির।

বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি নিদর্শন দেখতে পুরো পরিবার নিয়ে ভারত সফরে এসেছেন তিনি। স্ত্রী অক্ষতা মূর্তি, দুই মেয়ে অনুষ্কা, কৃষ্ণা এবং শাশুড়ি সুধা মূর্তিকে নিয়ে তাজমহল দর্শনে যান তিনি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঋষি এবং তার পরিবারের সুরক্ষায় বেশ কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিলো। এসময় যুক্তরাজ্যের সাবেক এই প্রধানমন্ত্রীকে দেখে ছবি তোলার জন্যে ভিড় করেন তাজমহল দর্শনে আসা পর্যটকেরা। ক্যামেরা বের করে তার সঙ্গে ছবিও তুলতে থাকেন অনেকেই। সেইসময় সুনাক ও তার পরিবার পর্যটকদের উদ্দেশে হাত নাড়ান এবং হাতজোড় করে তাদের শুভেচ্ছা জানান।

সেসময় সুনাক বলেন, আমার সন্তানরা এটি দেখে কখনোই আর ভুলবে না। এমন উষ্ণ আতিথেয়তায় আমরা কৃতজ্ঞ। আমাদের পুরো পরিবারের জন্য এমন অভিজ্ঞতা যা কখনো ভোলার মতো না।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি ঋষি সুনাক মুম্বাইয়ের আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজের পঞ্চম এবং চূড়ান্ত টি২০ ম্যাচ দেখতে গিয়েছিলেন।

সর্বশেষ সংবাদ

লাস পালমাসকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় লাস পালমাসকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে এই জয়ে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান...

এই বিভাগের অন্যান্য সংবাদ