spot_img

শহীদ ওয়াসিম ও ফয়সাল হত্যা মামলায় কারাগারে ফজলে করিম চৌধুরী

অবশ্যই পরুন

চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে শহীদ ওয়াসিম ও শহীদ ফয়সাল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার নির্দেশসহ আরো বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।

এর আগে, রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে, তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ফজলে করিম আদালতেকে জানান, তিনি শহরে রাজনীতি করতেন না। জুলাই আগস্টের গণহত্যায় ও জড়িত নয়। তার কথা শুনে আদালত বলেন, যদি অপরাধী না হয়ে থাকেন সেক্ষেত্রে তিনি ন্যায়বিচার পাবেন।

গত ৫ ফেব্রুয়ারি বিচারপতি গোলাম মুর্তজা চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ফজলে করিমকে ট্রাইব্যুনালে হাজিরের আদেশ দেন। গত ১২ সেপ্টেম্বর সকালে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে এবিএম ফজলে করিম চৌধুরীকে আটক করে বিজিবি। পরে তাকে চট্টগ্রামে নেয়া হয়।

হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা এবং অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেয়া, ভাঙচুর, দখলসহ বিভিন্ন অভিযোগে ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় এ পর্যন্ত ১০টি মামলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ইরান যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইরান যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এক দিনের সফরে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। বৈঠকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ