সংস্কার কমিশনের দেয়া প্রতিবেদনগুলোর ওপরে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে শিগগিরই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে এ কথা জানিয়েছেন তিনি।
অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, সব রাজনৈতিক দল মনে করে জাতীয় ঐক্য রক্ষার আর কোনো বিকল্প নেই। সেই সঙ্গে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেয়ার ব্যাপারে তারা দৃঢ়চিত্ততা প্রকাশ করেছে। তাদের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার পাশাপাশি অংশগ্রহণে কথা বলা হয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, সংস্কার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। সে লক্ষ্য থেকেই আজকের এই সূচনা। আমরা আশা করছি, জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজ এখন শুরু হবে।
তিনি বলেন, আমরা আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবো। পাশাপাশি জোটবদ্ধভাবেও কথা বলবো। আশা করছি, একপর্যায়ে সম্ভাব্য লক্ষ্যে আবার সবাইকে একত্রিত করে আমরা ফিরে আসবো। তবে এই প্রক্রিয়া দীর্ঘ করতে চাই না। কিছুদিনের মধ্যে এটা করতে পারবো বলে আশা করছি।
অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, সংলাপের ক্ষেত্রে আমরা যত দ্রুত সম্ভব ঐকমত্যে পৌঁছাতে চাই। কিন্তু যেহেতু ৬টি কমিশনের প্রতিবেদন আমরা রাজনৈতিক দলগুলোকে পাঠাচ্ছি, এগুলো পর্যালোচনা করার জন্য তাদের কিছুটা সময় দিতে হবে। আমরা চাই অত্যন্ত দ্রুততার সঙ্গে সংলাপটি সম্পন্ন হোক। কেননা, এই সংস্কারকর কর্মসূচিগুলো অগ্রসর হওয়া দরকার এবং ঐকমত্যটা প্রতিষ্ঠা করা দরকার। যেন আমরা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের পথে অগ্রসর হতে পারি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকেও প্রতিবেদনগুলো পর্যালোচনা করতে হবে। এ লক্ষ্যে তাদের সময়ও দিতে হবে। ফলে আমরা মনে করছি কিছুটা সময় লাগবে। তবে বাস্তবতা হলো, আমরা যত দ্রুত সম্ভব সংলাপ এবং পর্যালোচনাগুলো শুরু করতে চাচ্ছি।