spot_img

তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস

অবশ্যই পরুন

চলমান যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এবার আরও তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। একই সঙ্গে তিনজনের মুক্তির বিনিময়ে ৩৬৯ জন ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।

মুক্তিপ্রাপ্ত তিনজন হলেন- আলেকজান্ডার ট্রুফানভ, সাগুই ডেকেল-চেন এবং ইয়াইর হর্ন।

২০২৩ সালে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়ে যে আড়াই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে এসেছিল হামাস, তাদের মধ্যে এরাও ছিলেন।

মুক্তির আগে জিম্মিদের হামাস সদস্যরা একটি সাদা ভ্যান থেকে বের করে আনে। মূলত এরপর তাদের একটি মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে জনতার সামনে তাদের প্রদর্শন করা হয়। এই জনের মুক্তির বিনিময়ে ইসরায়েল আজ ৩৬৯ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ভাবছে।

মুক্তিপ্রাপ্ত তিনজনের পরিবারের বাড়িতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আত্মীয়রা তাদের প্রিয়জনদের ফিরে পেয়ে উল্লাস প্রকাশ করেন। এই মুহূর্তটি তাদের জন্য ছিল অত্যন্ত আবেগঘন এবং স্বস্তিদায়ক।

এ দিকে হামাস জানিয়েছে, তারা আগামী সপ্তাহে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা শুরু করতে পারে। এই আলোচনার লক্ষ্য হবে গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করা। এই আলোচনা শান্তি প্রক্রিয়ায় একটি নতুন দিক খুলে দিতে পারে বলে আশা করা হচ্ছে। সূত্র : আল-জাজিরা ও রয়টার্স

সর্বশেষ সংবাদ

বাংলাদেশি কর্মীদের দীর্ঘস্থায়ী ভিসা আবেদন সিদ্ধান্ত দ্রুত হবে

বাংলাদেশি কর্মীদের দীর্ঘস্থায়ী ভিসা আবেদনের দ্রুত সিদ্ধান্ত নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া...

এই বিভাগের অন্যান্য সংবাদ