spot_img

বার্লিন উৎসবে ‘স্বর্ণভালুক’ জিতে ট্রাম্পের কড়া সমালোচনা ব্রিটিশ অভিনেত্রীর

অবশ্যই পরুন

পর্দা উঠেছে ৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবারের আসরে চলচ্চিত্রে অবদানের জন্য বিশেষ সম্মানসূচক স্বর্ণভালুক পেয়েছেন ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন। পুরস্কার গ্রহণ করে দেওয়া প্রতিক্রিয়ায় নাম উল্লেখ না করেই গাজার পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামের কড়া সমালোচনা করেন ৬৪ বছর বয়সী অভিনেত্রী।

টিলডা বলেন, ‘রাষ্ট্রীয় মদদে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই গণহত্যা আমাদের দেখতে হচ্ছে।’

কিছুদিন আগেই ট্রাম্প বলেছিলেন, তিনি গাজা খালি করে এখানকার সব বাসিন্দাকে প্রতিবেশী দেশ মিসর ও জর্ডানে পাঠাতে চান। মনে করা হচ্ছে, বার্লিনে সেই মন্তব্যের প্রতিক্রিয়া জানালেন টিলডা। এ ছাড়া বিশ্বজনীন উৎসবে পরিণত হওয়ার জন্য বার্লিনের প্রশংসা করেন অভিনেত্রী।

এবারের উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণভালুকের জন্য লড়ছে ১৯টি সিনেমা। মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরির দায়িত্ব পালন করবেন মার্কিন নির্মাতা টড হেইঞ্জ।

উৎসব নিয়ে এক গণমাধ্যমে তিনি বলেন, এখন নির্মাতারা একধরনের সংকটের মধ্যে আছেন। ডোনাল্ড ট্রাম্পকে আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখা তাঁদের জন্য আশঙ্কার। এই নির্মাতা বলেন, বার্লিন উৎসব বরাবরই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশে সাহসী ভূমিকা রাখে।

সর্বশেষ সংবাদ

অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে না, তাদের সদিচ্ছা বড় করে দেখা উচিত: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে, তাদের সদিচ্ছা এবং প্রক্রিয়াকে বড়...

এই বিভাগের অন্যান্য সংবাদ