অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সম্পর্কের কথা প্রায় সকলেরই জানা। সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী। প্রতারণাকাণ্ডের তদন্তের জেরে গত এক বছরে একাধিকবার আদালতে হাজিরা দিতে হয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজকে।
ভালোবাসা দিবসে আবারও শিরোনামে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। জেল থেকে আবারও একটি চিঠি লিখেছেন তার চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর। চিঠিতে, সুকেশ জ্যাকলিনকে আদরের সঙ্গে ‘বেবি’ বলে সম্বোধন করেছেন। এবং তার প্রতি ভালোবাসার কথাও উল্লেখ করেছেন।
সুকেশ লিখেছেন, ‘প্রথমেই, তোমাকে ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা। এই বছরটি আমাদের জন্য অনেক পজিটিভিটি নিয়ে এসেছে এবং এই ভালোবাসা দিবসও আমাদের জন্য খুবই বিশেষ। কারণ, এটি আমাদের জীবনের বাকি ভালোবাসার দিনগুলোকে একসঙ্গে কাটানোর একটি পদক্ষেপ বলা চলে।’
এই চিঠিতে সুকেশ উল্লেখ করেছেন, ‘প্রিয়তমা, কিছু বলার আগে আমি একটু সময় নিয়ে বলতে চাই। জ্যাকি, আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। তুমি পৃথিবীর সেরা ভ্যালেন্টাইন। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি।’ এখানেই থামেননি সুকেশ। এই বিশেষ দিনটি উপলক্ষে জ্যাকলিনকে একটি প্রাইভেট জেট উপহার দিচ্ছেন বলেও জানিয়েছেন।
তার কথায়, অভিনেত্রীর নামের প্রথম অক্ষরগুলো জেটের গায়ে লেখা আছে। এমনকী, জেটের নম্বরটিও জ্যাকলিনের জন্ম তারিখ। সবসময় কাজের জন্য, শুটিংয়ের জন্য সারা বিশ্বে ঘুরতে হয় জ্যাকলিনকে। তাই এ বার জেটে চড়ে যাতে পছন্দের জায়গায় যেতে পারেন, তাই এই উপহার সুকেশের।