spot_img

দুই ম্যাচের জন্য ডাগআউটে নিষিদ্ধ লিভারপুল কোচ

অবশ্যই পরুন

ইংলিশ প্রিমিয়ার লিগে দুই ম্যাচের জন্য ডাগআউটে নিষিদ্ধ হয়েছেন লিভারপুল কোচ আর্নে স্লট। এভারটনের বিপক্ষে ম্যাচে অশালীন ভাষা ব্যবহারের জন্য তাকে লাল কার্ড দেখান মাইকেল অলিভার।

এই শাস্তির ফলে উলভারহ্যাম্পটন ও অ্যাস্টন ভিলার বিপক্ষে সাইডলাইনে দাঁড়াতে পারবেন না ৪৬ বছর বয়সী এই ডাচ কোচ। জেমস তার্কোভস্কির ফিনিশিংয়ে ২-২ গোলে ড্র হয় মার্সিসাইড ডার্বিটি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) লিগ কর্তৃপক্ষ নিজেদের ওয়েবসাইটে বলেছে, ‘আপত্তিকর, অপমানজনক বা অশালীন ভাষা ব্যবহারের জন্য’ স্লটকে লাল কার্ড দেখান রেফারি মাইকেল অলিভার।’

এভারটনের বিপক্ষে লাল কার্ড দেখেন স্লটের সহকারী সিপকে হুলশফও। ম্যাচ শেষে দুজনের কারোরই সংবাদমাধ্যমের সামনে কথা বলার অনুমতি ছিল না।

সর্বশেষ সংবাদ

গত ৯ মাসে এক আকাশ ভালোবাসা অর্জন করেছি: শফিকুল আলম

গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের...

এই বিভাগের অন্যান্য সংবাদ