চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের উদ্দেশে আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত ১টায় দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন নাজমুল হোসেন শান্তর দল। সেখানে আগামী ১৭ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
এদিকে, দেশ ছাড়ার আগে চ্যাম্পিয়নস ট্রফিতে শান্তর ডেপুটির নাম ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বোর্ড।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চ্যাম্পিয়নস ট্রফির জন্য মেহেদী হাসান মিরাজকে সহ-অধিনায়ক হিসেবে নিযুক্ত করছে বিসিবি। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার বাংলাদেশের হয়ে ১০৩টি ওয়ানডে খেলেছেন এবং সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটাক্রান্ত নাজমুল হোসেন শান্তর অবর্তমানে দলকে নেতৃত্বও দিয়েছেন।’
সম্প্রতি বিপিএলেও নেতৃত্ব দিয়েছেন খুলনা টাইগার্সকে। ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে হয়েছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার। দলকেও তুলেছিলেন প্লে অফে। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং কিংসের কাছে শেষ বলে হেরে খেলা হয়নি ফাইনালে।
মিরাজকে সহ-অধিনায়ক হিসেবে ঘোষণার সেই বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানায়, অনুশীলনে সাহায্য করার জন্য চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডের সাথে দুবাই যাচ্ছেন দুই পেসার খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচের আগেই তারা দেশে ফিরে আসবেন।