spot_img

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে শান্তদের প্রতিপক্ষ যারা

অবশ্যই পরুন

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির নবম আসরের। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দিবারাত্রির সেই ম্যাচে শান্তদের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস বা পাকিস্তান এ দল।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

সবশেষ বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলা মোহাম্মদ হারিসের নেতৃত্বে পাকিস্তান শাহিনসের স্কোয়াডে আরও আছেন আমের জামাল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও ওসামা মীরের মতো ক্রিকেটাররা।

সবমিলিয়ে ৪টি ওয়ার্মআপ ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি। বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে শাহিনস নামে পাকিস্তানের আলাদা তিনটি দল।

শাদাব খানের নেতৃত্বে একটি দল লড়বে আফগানিস্তানের বিপক্ষে। আর মোহাম্মদ হুরাইরার নেতৃত্বাধীন পাকিস্তান শাহিনস খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি মিশন শুরু করবে বাংলাদেশ। ম্যাচটি দুবাইতে হলেও গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলতে পাকিস্তানে যাবে টাইগাররা।

সর্বশেষ সংবাদ

‘পাঠান টু’তে খলনায়ক চরিত্রে আল্লু অর্জুন?

‘পাঠান’ ছবি দিয়ে বলিউডে নিজের রাজত্ব পুনরুদ্ধার করেছিলেন বলিউড কিং শাহরুখ খান। বলিউডের ইতিহাসে সেটি ছিল অন্যতম সর্বোচ্চ আয়কারী...

এই বিভাগের অন্যান্য সংবাদ