spot_img

এনআইডি সিস্টেম থেকে কোনো তথ্য ফাঁস করা হয়নি: ডিজি হুমায়ুন কবীর

অবশ্যই পরুন

এনআইডি সিস্টেম থেকে কোনো তথ্য ফাঁস করা হয়নি বলে জানিয়েছেন এনআইডির মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

ডিজি বলেন, এনআইডি থেকে যে ১৮৩ প্রতিষ্ঠানকে তথ্য দেয়া হতো; সেখান থেকে জনগণের তথ্য ফাঁস হতে পারে। তবে বর্তমানে ১৮২টি প্রতিষ্ঠানকে তথ্য সরবরাহ করা হচ্ছে।

এ সময় হুমায়ুন কবির বলেন, তথ্যভাণ্ডারের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। এ জন্য কিছু চিন্তাভাবনা করা হয়েছে। কিছু উন্নয়ন করা হবে, যাতে এ তথ্য আর কেউ পাচার করতে না পারে।

এনআইডির ডিজি জানান, টেকনিক্যাল লোকের সংখ্যা অনেক কম। নিয়মিত সিস্টেম অডিট করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ

ভারত-পাকিস্তানের বৈঠক কোথায় হতে পারে জানালেন শেহবাজ শরিফ

ভারত ও পাকিস্তানের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য নিরপেক্ষ হিসেবে সৌদি আরবই উপযুক্ত স্থান। বুধবার (২১ মে) এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ