spot_img

এনআইডি সিস্টেম থেকে কোনো তথ্য ফাঁস করা হয়নি: ডিজি হুমায়ুন কবীর

অবশ্যই পরুন

এনআইডি সিস্টেম থেকে কোনো তথ্য ফাঁস করা হয়নি বলে জানিয়েছেন এনআইডির মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

ডিজি বলেন, এনআইডি থেকে যে ১৮৩ প্রতিষ্ঠানকে তথ্য দেয়া হতো; সেখান থেকে জনগণের তথ্য ফাঁস হতে পারে। তবে বর্তমানে ১৮২টি প্রতিষ্ঠানকে তথ্য সরবরাহ করা হচ্ছে।

এ সময় হুমায়ুন কবির বলেন, তথ্যভাণ্ডারের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। এ জন্য কিছু চিন্তাভাবনা করা হয়েছে। কিছু উন্নয়ন করা হবে, যাতে এ তথ্য আর কেউ পাচার করতে না পারে।

এনআইডির ডিজি জানান, টেকনিক্যাল লোকের সংখ্যা অনেক কম। নিয়মিত সিস্টেম অডিট করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ

‘জুলাই যোদ্ধাদের প্রকল্প নিয়ে আরও পরিকল্পিতভাবে এগোতে চায় সরকার’

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ মোট ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় সংবলিত ১২টি...

এই বিভাগের অন্যান্য সংবাদ