spot_img

ইংলিশদের হোয়াইটওয়াশ করে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি সারলো ভারত

অবশ্যই পরুন

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংলিশদের ১৪২ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ৩৫৭ রান তাড়া করতে নেমে ৩৪ দশমিক ২ ওভারে সব কটি উইকেট হারিয়ে জস বাটলারের দল থেমেছে মাত্র ২১৪ রানে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় সফরকারী ইংল্যান্ড।

প্রথমে ব্যাট করতে নেমে শুবমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলের কল্যাণে নির্ধারিত ৫০ ওভারে ৩৫৬ রান তোলে ভারত। ১০২ বলে ১৪ চার ও ৩ ছক্কায় ১১২ রান করেন গিল। ৬৪ বলে ৮ চার ও ২ ছক্কায় ৭৮ রান করেন আইয়ার। ৫৫ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫২ রান করেন কোহলি। ২৯ বলে ৪০ রান করে আউট হন রাহুল।

ইংলিশদের পক্ষে ৬৪ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নেন লেগ স্পিনার আদিল রশিদ। এছাড়া ৪৫ রান খরচায় ২ উইকেট নেন মার্ক উড।

নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ইংল্যান্ডকে ঝোড়ো সূচনা এনে দিয়েছিলেন ফিল সল্ট ও বেন ডাকেট। তবে তাদের ক্রিজে স্থায়ী হওয়ার সুযোগ দেননি আর্শদীপ সিং।

৬ দশমিক ২ ওভারের মধ্যে দলকে ৬০ রান এনে দিয়ে আর্শদীপের বলে ক্যাচ তুলে দেন ডাকেট। ২২ বলে ৮ চারের মারে ৩৪ রান করেন তিনি। এক ওভার পর ২১ বলে ২৩ রানের ইনিংস খেলে একই বোলারের শিকার সল্ট। দুজনের বিদায়ের পর কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন টম ব্যান্টন ও জো রুট।

দলীয় ১২৬ রানে ব্যান্টন আর ১৩৪ রানে জো রুট আউট হওয়ার পর আর লড়াইয়ে থাকতে পারেনি ইংলিশরা। ৪১ বলে ব্যান্টন ৩৮ আর ২৯ বলে ২৪ রান করে আউট হন রুট। শেষদিকে ১৯ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংসে হারের ব্যবধান কিছুটা কমান গাস আটকিনসন।

ভারতের পক্ষে ২টি করে উইকেট নেন আর্শদীপ, হার্শিত রানা, অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের হুমকি, সামরিক সক্ষমতা বাড়ানোর নির্দেশ খামেনির

যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানী...

এই বিভাগের অন্যান্য সংবাদ