spot_img

ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না রণবীর

অবশ্যই পরুন

ভারতের জনপ্রিয় ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া। সম্প্রতি একটি রিয়েলিটি শোতে প্রতিযোগীদের আপত্তিকর মন্তব্য করার পর প্রবল বিতর্কের মুখে তিনি। নিজের মন্তব্যের জন্য এর মধ্যেই ক্ষমা চেয়েছেন রণবীর। তবে এই বিতর্ক এখানেই শেষ হচ্ছে না। বিষয়টি গড়িয়েছে ভারতের সংসদেও।

‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এ রণবীর আলাহাবাদিয়ার বিতর্কিত মন্তব্যের জেরে এ কাণ্ড। এদিকে রণবীরের বিতর্কিত মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে আসাম পুলিশও মামলা করেছে। এখানেই শেষ নয়, রণবীরের অশালীন মন্তব্যের আঁচ গিয়ে পৌঁছেছে ভারতীয় সংসদেও। বেশ কয়েকজন সংসদ সদস্যও রণবীরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। শোনা যাচ্ছে, সংসদ থেকে রণবীরকে সমন পাঠানো হতে পারে, এমন সম্ভাবনাও রয়েছে।

এক পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর প্রথম পর্ব থেকে এখন পর্যন্ত শোয়ে অংশ নেওয়া প্রায় ৩০ জন অতিথিকেও সমন পাঠাচ্ছে মহারাষ্ট্রের সাইবার বিভাগ।

তদন্তকারী পুলিশ জানিয়েছে, সাইবার বিভাগ আইটি আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা নথিভুক্ত করেছে। কমেডি শোয়ের ১৮টি পর্ব সরিয়ে ফেলার দাবি জানানো হয়েছে। তদন্তে নেমে সাইবার বিভাগ জানতে পেরেছে, অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও অতিথিসহ সংশ্লিষ্ট অন্যদের ওই অনুষ্ঠানে ‘আপত্তিকর’ ভাষা ব্যবহার করতে দেখা গিয়েছে। আর তাই শোয়ের বিচারক, অতিথিসহ এমন ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে রণবীরের এই মন্তব্যের পর শোয়ের সঙ্গে যুক্ত অপূর্ব মুখিজা, সময় রায়নার বিরুদ্ধেও একই অভিযোগে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এদিকে ভারতের জাতীয় নারী কমিশনও ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এ অবমাননাকর মন্তব্য নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সবাইকে তলব করেছে। ভারতের নয়াদিল্লিতে জাতীয় নারী কমিশনের কার্যালয়ে এ শুনানি হবে।

মঙ্গলবার মুম্বাই পুলিশ রণবীর আলাহাবাদিয়া বাড়িতে পৌঁছানোর আগেই ইউটিউব ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর পর্বগুলো সরিয়ে নেয়। যদিও ইতিমধ্যেই রণবীর একটি ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে নিয়েছেন, কিন্তু মনে হচ্ছে না সহসা এই বিতর্ক থামবে।

সর্বশেষ সংবাদ

জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানালো অন্তর্বর্তী সরকার

জুলাই-আগস্ট হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো...

এই বিভাগের অন্যান্য সংবাদ