spot_img

ট্রাম্পের সাথে বৈঠকে ফিলিস্তিনিদের পুনর্বাসন প্রস্তাব প্রত্যাখান জর্ডানের বাদশাহর

অবশ্যই পরুন

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ মঙ্গলবার জানিয়েছেন, তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক বৈঠকে গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিরুদ্ধে জর্ডানের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

তিনি আরো জানিয়েছেন, ট্রাম্পের সাথে একটি ‘গঠনমূলক বৈঠক’ হয়েছে এবং তারা যুক্তরাষ্ট্রের সাথে জর্ডানের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক বার্তায় বলেন, ‘গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিরুদ্ধে আমি জর্ডানের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছি। এ বিষয়ে আরবে দেশগুলো ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করে গাজা পুনর্নির্মাণ এবং ভয়াবহ মানবিক পরিস্থিতি মোকাবেলায় সবার অগ্রাধিকার দেয়া উচিত।’

তিনি জানান, ‘দ্বি-রাষ্ট্রীয় সমাধানের’ ভিত্তিতে ন্যায়সঙ্গত শান্তি অর্জনই আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার উপায়।

তিনি আরো বলেন, ‘এর জন্য মার্কিন নেতৃত্বের প্রয়োজন। প্রেসিডেন্ট ট্রাম্প একজন শান্তিপ্রিয় মানুষ। গাজা যুদ্ধবিরতি নিশ্চিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা আশা করছি যুক্তরাষ্ট্র এবং সব অংশীদাররা তা বহাল রাখবে।’

এর আগে, ট্রাম্প তার বৈঠকে বলেছিলেন যে তিনি অবরুদ্ধ গাজাকে মার্কিন কর্তৃত্বের অধীনে নেবেন। এ সময় তিনি জোর দিয়ে বলেছেন যে তিনি গাজার মালিকানা গ্রহণের জন্য তার ব্যাপকভাবে আলোচিত প্রস্তাব বাস্তবায়ন করবেন।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

সর্বশেষ সংবাদ

গাজা দখল ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ‘চাঁদাবাজ’ বলল উ.কোরিয়া

মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া।...

এই বিভাগের অন্যান্য সংবাদ