এবার ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে তলব করেছে উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ের এমপি এমএলএ আদালত। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে, ইতোমধ্যে তাকে তলবের নোটিশও পাঠানো হয়েছে।
এদিকে লক্ষ্ণৌয়ের এই আদালতটি মূলত বিশেষায়িত যেখানে শুধু এমপি ও বিধায়কদের মামলার বিচার হয়। ভারতীয় সেনাবাহিনীর অধীন সড়ক নির্মাণ সংস্থা বর্ডার রোড অর্গানাইজেশনের (ব্রো) সাবেক পরিচালক শঙ্কর শ্রীবাস্তবের দায়ের করা একটি মামলার ভিত্তিতে রাহুল গান্ধীকে তলব করা হয়েছে। নোটিশ অনুযায়ী, আগামী মার্চের শেষ সপ্তাহে তাকে আদালতে হাজির হতে হবে।
এই অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে কংগ্রেসের ‘ভারত জোড়ো’ কর্মসূচির সময় এক জনসভায় রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন, ‘অরুণাচল প্রদেশে ভারতীয় সেনাদের মারধর করছে চীনের সেনারা।’ খবর এনডিটিভির।
এমন মন্তব্যের জেরে ‘একজন দায়িত্বশীল রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধির জন্য অপ্রত্যাশিত এবং এটি ভারতীয় সেনাবাহিনীর মর্যাদাকে ক্ষুণ্ন করেছে’, অভিযোগপত্রে এমনটাই উল্লেখ করা হয়েছে।
যদিও রাহুল গান্ধীর ঘনিষ্ঠ এক নেতা সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, রাহুল গান্ধী মূলত কেন্দ্রীয় ক্ষমতাসীন বিজেপিকে উদ্দেশ্য করেই ওই মন্তব্য করেছিলেন। তার বক্তব্য সেনাবাহিনীর প্রতি কোনো অবমাননা ছিলো না।
উল্লেখ্য, বিজেপির কড়া সমালোচক হিসেবে পরিচিত দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। যদিও বিজেপির পক্ষ থেকেও তাকে কোনোসময় ছাড় দেয়া হয়নি। রাহুল গান্ধীকে বিজেপির অনেক নেতা ‘দেশবিরোধী’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন। এমনকি দেশটির কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে অভিযোগও করা হয় যে, নিজের বাবার নামে প্রতিষ্ঠিত রাজীব গান্ধী ফাউন্ডেশনের জন্য রাহুল ও তার পরিবারের সদস্যরা নিয়মিত চীনের কাছ থেকে তহবিল সংগ্রহ করেন।