spot_img

শনিবারের মধ্যে বন্দিদের মুক্তি না দিলে গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর

অবশ্যই পরুন

শনিবার দুপুরের মধ্যে হামাস জিম্মিদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি বাতিল হয়ে যাবে। আবারও শুরু হবে যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এমন হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গাজার ভেতরে ও বাইরে সেনা জড়ো করার নির্দেশও দিয়েছেন নেতানিয়াহু। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার চার ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ভিডিওবার্তা দেন নেতানিয়াহু। গাজা ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির প্রতি সমর্থন জানান তিনি।

তবে নেতানিয়াহু শনিবারের মধ্যে বন্দি বাকি ৭৬ জনের সবার মুক্তি চেয়েছেন কিনা স্পষ্ট করেননি। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী শনিবার তিন ইসরায়েলি জিম্মির মুক্তি পাওয়ার কথা।

নেতানিয়াহুর মন্তব্যের প্রতিক্রিয়ায় হামাস জানিয়েছে, চুক্তির শর্ত মানতে অঙ্গীকারবদ্ধ তারা। সংকট তৈরির জন্য তেল আবিবকে দায়ি করে তারা।

এর আগে, যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগে জিম্মি মুক্তি স্থগিতের হুমকি দেয় হামাস।

সর্বশেষ সংবাদ

বড় সুখবর পেলেন মেহেদী হাসান মিরাজ

এবার আরও একটি সুখবর পেয়েছেন এই টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এরআগে ফাইফার ও সেঞ্চুরি তুলে নিয়ে দলকে সিরিজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ