spot_img

ফিলিস্তিন ইস্যুতে জরুরি আরব সম্মেলন আয়োজন করবে মিসর

অবশ্যই পরুন

ফিলিস্তিনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি একটি জরুরি আরব সম্মেলনের আয়োজন করবে মিসর। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

কায়রো থেকে এএফপি জানায়, মিসর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে আঞ্চলিক সমর্থন জোরদার করতে এই সম্মেলনের আয়োজন করছে। ট্রাম্প প্রস্তাব দিয়েছেন, গাজার ফিলিস্তিনিদের মিসর ও জর্দানে সরিয়ে নেয়া হবে এবং যুক্তরাষ্ট্র উপকূলীয় অঞ্চলটিকে নিয়ন্ত্রণ করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ফিলিস্তিনি ইস্যুতে সাম্প্রতিক গুরুতর পরিস্থিতি মোকাবিলায় আরব দেশগুলোর শীর্ষ পর্যায়ের দীর্ঘ আলোচনার পর এই জরুরি সম্মেলনের ডাক দেয়া হয়েছে। ফিলিস্তিনও সম্মেলনের জন্য আহ্বান জানিয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়, সম্মেলনের আয়োজন করতে মিসর বর্তমানে আরব লিগের সভাপতি বাহরাইনের সাথে সমন্বয় করছে।

শুক্রবার মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি ফিলিস্তিনি জনগণের জোরপূর্বক স্থানান্তরের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করতে জর্ডান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ আঞ্চলিক অংশীদারদের সাথে আলোচনা করেছেন।

এর আগে, ট্রাম্প গাজাকে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক নিয়ন্ত্রণে রেখে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ হিসেবে পুনর্গঠনের ধারণা দেন। তবে তার পরিকল্পনায় ফিলিস্তিনিদের মিসর ও জর্ডানে পুনর্বাসনের কথা বলা হয়।

এই মন্তব্য বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, আরব দেশগুলো একযোগে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।

সূত্র : এএফপি/বাসস

সর্বশেষ সংবাদ

বড় সুখবর পেলেন মেহেদী হাসান মিরাজ

এবার আরও একটি সুখবর পেয়েছেন এই টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এরআগে ফাইফার ও সেঞ্চুরি তুলে নিয়ে দলকে সিরিজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ