spot_img

তিস্তা ভাঙন রোধে ৭ দিনের মধ্যে টেন্ডার আহ্বান: উপদেষ্টা রিজওয়ানা

অবশ্যই পরুন

তিস্তাপারের মানুষের জন্য ভাঙন রোধে এক সপ্তাহের মধ্যে টেন্ডার আহ্বান ও ডিজাইন পরিকল্পনার নির্দেশ দিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (৯ ফেব্রুয়ারি) রংপুর সার্কিট হাউজে বন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এ নির্দেশ দেন।

তিনি বলেন, তিস্তার কবলে ৪৫ কিমি ভাঙন প্রবণ এলাকা রয়েছে তার মধ্যে ২০ কিমি বেশি ভাঙন প্রবণ। এই সপ্তাহের মধ্যে টেন্ডার কল করে মার্চ মাসের মাঝামাঝি কাজ শুরু করে দেব।

রিজওয়ানা হাসান বলেন, ভারতের সাথে তিস্তা চুক্তি নিয়ে কথা হয়েছে। তাদের বলেছি, তিস্তার বাধ ছাড়ার আগে বাংলাদেশকে কয়েকঘণ্টা আগে জানাতে হবে যাতে আমরা বিশাল ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারি। মানুষকে নিরাপদে সরিয়ে নিতে পারি।

তিনি বলেন, আন্তর্জাতিক মহলে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে কিন্তু অন্তর্বর্তী সরকার হোক আর পরবর্তী নির্বাচিত সরকার হোক বাংলাদেশের দায়িত্ব বাংলাদেশকেই নিতে হবে। আমরা কী করতে পারি সেটা ভাবতে হবে। তাই সামনে আবার তিস্তার বাধ ছেড়ে দিলে নিজেদের রক্ষা করতে দ্রুত সময়ের মধ্যে টেন্ডার কল করছি। এতে আপনাদের সাময়িক অসুবিধা হবে যেহেতু ভাঙাভাঙি করতে হবে।

চায়নার সাথে চুক্তির ব্যাপারে উপদেষ্টা বলেন, ২০১৬ সালে চায়নার সাথে যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল মহাপরিকল্পনার জন্য। সেই মহাপরিকল্পনা টেকসই করতে কিছু পরিবর্তন পরিমার্জন প্রয়োজন বলে চায়না সরকার সময় চেয়েছে।

তিনি বলেন আরেকটু ধৈর্য্য ধরুন। চীন ২ বছর সময় চেয়েছে। দুটি শর্ত দিয়েছে। চায়না সরকারকে সেই সময় দিতে আমরা রাজি হয়েছি তবে দুটি শর্ত দিয়েছি। একটা হলো- এই মহাপরিকল্পনায় কী থাকবে কী থাকবে না তাতে তিস্তা পারের মানুষের মতমত থাকতে হবে। এতে পানি উন্নয়ন বোর্ড ও পাওয়ার চায়না কোম্পানি একসাথে কাজ করবে। আর এই মহাপরিকল্পনা ২০২৫ এর মধ্যে চূড়ান্ত করতে হবে।

সবশেষে উপদেষ্টা বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নের সময় হয়তো আমি আর এই সরকারের উপদেষ্টা থাকব না তখন আপনাদের কাতারে দাড়িয়ে যেন পরবর্তী সরকার আমাদের করে যাওয়া ভিত্তির উপরে কাজটা করে সেটা নিয়ে কাজ করব।

সর্বশেষ সংবাদ

গাজা দখল ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ‘চাঁদাবাজ’ বলল উ.কোরিয়া

মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া।...

এই বিভাগের অন্যান্য সংবাদ