spot_img

ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

অবশ্যই পরুন

ইউক্রেন যুদ্ধ বন্ধে টেলিফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২২ সালের প্রথম দিকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটিই ছিল পুতিনের সঙ্গে ট্রাম্পের সরাসরি কথোপকথন। ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে (মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ) বসে ট্রাম্প তাদের ওই সাক্ষাৎকার দিয়েছেন।

প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কতবার পুতিনের সঙ্গে কথা বলেছেন। জবাবে ট্রাম্প বলেন, এ প্রশ্নের জবাব না দেয়াই ভালো। তিনি (পুতিন) মানুষের মৃত্যু বন্ধ হওয়া দেখতে চান। এ বিষয়ে জানতে ক্রেমলিন এবং ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু কারও কাছ থেকেই সাড়া মেলেনি।

গত মাসের শেষ দিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, পুতিন ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলতে প্রস্তুত আছেন। ওয়াশিংটনও প্রস্তুত, এমন কথা শোনার অপেক্ষায় আছে মস্কো।

শুক্রবার ট্রাম্প আরও বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য তিনি খুব সম্ভবত আগামী সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন।

আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার তৃতীয় বার্ষিকী। এই যুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন, নিহত ব্যক্তিদের বেশির ভাগই ইউক্রেনের নাগরিক।

সর্বশেষ সংবাদ

শেখ হেলালের পিএস ৪ দিনের রিমান্ডে

রাজধানীর উত্তরা পূর্ব থানায় জুলাই অভ্যুত্থানে চালানো হত্যাচেষ্টা মামলায় শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী (পিএস) হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে...

এই বিভাগের অন্যান্য সংবাদ