spot_img

অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা

অবশ্যই পরুন

দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া। এবার সমান সংখ্যাক ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। টেস্টের মতো ওয়ানডে সিরিজেও খেলবেন না অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স।

দুই ম্যাচের এই সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ইনজুরির কারণে অজি অধিনায়ক কামিন্স না থাকায় দলকে নেতৃত্ব দিবেন কে তা জানায়নি নির্বাচকরা।

ধারনা করা হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফিতে যাকে দায়িত্ব দেয়া হবে, তার কাঁধেই হয়তো শ্রীলঙ্কা সিরিজের ভার অর্পন করবে অস্ট্রেলিয়া। প্রথমটির সমাধান এখনও না হওয়াতেই বোধহয় অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের জন্য অধিনায়কের নাম জানায়নি। ওয়ানডে সিরিজের দলে হেড ও স্মিথ দুজনেই আছেন।

চোটের কারণে কামিন্স ও জশ হ্যাজেলউড চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গেছেন, চোটে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে আরও আগে ছিটকে গেছেন মিচেল মার্শ। এই সিরিজেও তারা নেই। অবসর নিয়েছেন মার্কাস স্টইনিস। স্বভাবতই তিনিও থাকছেন না। তাদের অনুপস্থিতিতে দলে ঢুকেছেন পেসার শন অ্যাবোট, স্পেন্সার জনসন, বেন ডারসুইস, লেগ স্পিনার তানভীর সাঙ্গা, অলরাউন্ডার কুপার কোনোলি ও ওপেনার ফ্রেসার ম্যাকগার্ক ও অ্যারন হার্ডি।

প্রেমাদাসা স্টেডিয়ামে দুটি ওয়ানডে হবে যথাক্রমে ১২ ও ১৪ ফেব্রুয়ারি।

অস্ট্রেলিয়া স্কোয়াড : ট্রাভিস হেড, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস, আলেক্স ক্যারি, অ্যারন হার্ডি, গ্লেন ম্যাক্সওয়েল, কুপার কনোলি, শন অ্যাবোট, বেন ডারসুইস, ফ্রেসার ম্যাকগার্ক, মিচেল স্টার্ক, নাথান এলিস, স্পেন্সার জনসন ও তানভীর সাঙ্গা।

সর্বশেষ সংবাদ

জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানালো অন্তর্বর্তী সরকার

জুলাই-আগস্ট হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো...

এই বিভাগের অন্যান্য সংবাদ