spot_img

সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে: সিইসি

অবশ্যই পরুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে। এটি না করা গেলে প্রতিষ্ঠানগুলো আগের অবস্থায় ফিরে যাবে। রোববার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে আরএফইডির পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, নির্বাচন কমিশন কোনো রাজনীতিতে ঢুকতে চায় না। কোন দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতেও চায় না। কমিশন সবাইকে সাথে নিয়ে নিরপেক্ষ ভূমিকায় থাকতে চায়। তবে কমিশনের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের মধ্যে মতের অমিল থাকবে। তবে ভিন্নমত মানেই প্রতিপক্ষ নয়। সমস্যা হচ্ছে আমরা ভিন্ন মত মেনে নিতে পারি না। সবাই তালিয়া বাজাতে বাজাতেই দেশের ক্ষতি করেছে।

এ সময়য় সাংবাদিকদের নিয়ে সিইসি বলেন, সাংবাদিকরা নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ অংশ। সবার সহযোগিতা জাতিকে দেয়া সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতে পারবো।

সর্বশেষ সংবাদ

গাজা দখল ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ‘চাঁদাবাজ’ বলল উ.কোরিয়া

মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া।...

এই বিভাগের অন্যান্য সংবাদ