spot_img

কাতারে অবৈধ প্রবাসীদের জন্য বড় সুখবর

অবশ্যই পরুন

কাতারে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে দেশটির সরকার। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, যেসব অভিবাসী আবাসন আইন লঙ্ঘন করে ভিসা বা আইডির মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করছেন, তাদের জন্য নতুন সাধারণ ক্ষমার সুযোগ দেওয়া হয়েছে।

এই উদ্যোগের ফলে অবৈধ অভিবাসীরা কোনো ধরনের জরিমানা বা শাস্তি ছাড়াই কাতার ত্যাগ করতে পারবেন। আজ ৯ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া এই সুযোগ আগামী তিন মাস পর্যন্ত চালু থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে তারা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সরাসরি নিজ দেশে ফেরার অনুমতি পাবেন।

অভিবাসন সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অবৈধ প্রবাসীরা প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত (সাপ্তাহিক ছুটির দিন ছাড়া) সালওয়া রোডে অবস্থিত ‘সার্চ অ্যান্ড ফলো-আপ ডিপার্টমেন্টে’ যেতে পারবেন।

সর্বশেষ সংবাদ

লুকিয়ে নয়, এবার প্রকাশ্যে চুটিয়ে প্রেম করছেন পেরি-ট্রুডো

পপ তারকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাদের সম্পর্ক প্রকাশ্যে নিয়ে এসেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান্তা বারবারার...

এই বিভাগের অন্যান্য সংবাদ