spot_img

‘প্রশাসনে আওয়ামী দোসর, ডেভিল হান্টের নামে টোকাই ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়’

অবশ্যই পরুন

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারলে সরকারের প্রতি বিএনপির সমর্থন ধরে রাখা দুষ্কর হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

রোববার (৯ ফেব্রুয়ারি) রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি জানান, প্রশাসনে আওয়ামী দোসরদের রেখে অপারেশন ডেভিল হান্ট দিয়ে শুধু টোকাই ধরে দেশের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না।

নির্বাচন যত বিলম্বিত হবে ভারত থেকে শেখ হাসিনার ষড়যন্ত্র তত বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। ৩২ নম্বরসহ যত স্মৃতি বিজড়িত বাড়িই হোক না কেন, কোনো বাড়ি থেকে যদি গুম খুনের নির্দেশ দেয়া হয়ে থাকে তবে সেসব স্থাপনা ভাঙা সঠিক হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ সংবাদ

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ