spot_img

বক্স অফিসে ঝড় ‍তুলছে দক্ষিণী যে সিনেমা

অবশ্যই পরুন

দক্ষিণী জনপ্রিয় তারকা সাই পল্লবী ও অভিনেতা নাগা চৈতন্য অভিনীত সিনেমা ‘থানডেল’ গত শুক্রবার মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই সিনেমাটি বক্স অফিসে ঝড় ‍তুলেছে। সিনেমাটির প্রথম দিনের আয় ২১ কোটি রুপি।

২০২১ সালে তেলেগু সিনেমা ‘লাভ স্টোরি’-তে নাগা ও সাই পল্লবী প্রথম একসঙ্গে অভিনয় করেন এবং সিনেমাটি হিটও হয়। এরপর থেকেই তাদের নিয়ে আরও সিনেমা নির্মাণের কথা ভাবতে শুরু করেন নির্মাতারা। ২০২৩ সালের ডিসেম্বরে আসে ‘থানডেল’ সিনেমার ঘোষণা।

মুক্তির পর বেশিরভাগ দর্শক এবং সমালোচক সিনেমাটির প্রশংসা করেছেন। তবে সিনেমার প্রচারে গিয়ে নাগা চৈতন্য তার ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছেন, যা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।

‘র টকস উইথ ভিকে’ পডকাস্টে উপস্থিত হয়ে নাগা বলেন, তিনি এবং অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ২০১৭ সালে বিয়ের পর ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘোষণা করেন।

তিনি জানান, এটি তাদের যৌথ সিদ্ধান্ত ছিল এবং তারা পরস্পরকে এখনো শ্রদ্ধা করেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদমাধ্যমে বিষয়টি এমনভাবে উপস্থাপিত হয়েছে, যেন তিনিই অপরাধী।

নাগা চৈতন্য বলেন, আমরা চেয়েছিলাম নিজেদের পথে চলতে। আমাদের ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা পরস্পরকে শ্রদ্ধা করি। নিজেদের জীবন আমরা নিজেদের মতো করে বাঁচতে শুরু করেছি। এর থেকে বেশি আর কী বলার থাকতে পারে, আমি বুঝতেই পারি না।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার ফাঁদে ৪১ দেশ

যুক্তরাষ্ট্রে প্রবেশে নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন, যা বিশ্বের ৪১টি দেশকে প্রভাবিত করতে পারে। বার্তা সংস্থা...

এই বিভাগের অন্যান্য সংবাদ