spot_img

পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন

অবশ্যই পরুন

ঘরের মাঠে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজনকে সামনে রেখে পাকিস্তান নতুন আঙ্গিকে প্রস্তুতি নিচ্ছে। দীর্ঘ ২৯ বছর পর আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে দেশটি। এর আগে ১৯৯৬ বিশ্বকাপ আয়োজন করলেও ২০১১ ওয়ানডে বিশ্বকাপে সহ-আয়োজক হওয়ার কথা থাকলেও নিরাপত্তা ইস্যুর কারণে তা সম্ভব হয়নি।

২০০৯ সালে শ্রীলঙ্কা সিরিজে লাহোরে বিদেশি ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট কার্যত নির্বাসিত হয়ে পড়ে। তবে সময়ের পরিক্রমায় পরিস্থিতির উন্নতি ঘটলে ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের দায়িত্ব পায় পাকিস্তান।

এই মেগা ইভেন্টকে সামনে রেখে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামকে নতুন রূপে সংস্কার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। স্টেডিয়ামের আধুনিকীকরণের পর নতুন চেহারায় উদ্বোধন করা হয় এটি। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন করা হয়।

এবারের চ্যাম্পিয়নস ট্রফির জার্সির রং করা হয়েছে টিয়া। যার বুকের নিচে লেখা রয়েছে দেশের নাম। বুকের ডানপাশে রয়েছে চ্যাম্পিয়নস ট্রফির লোগো, আর বাঁ পাশে ক্রিকেট বোর্ডের লোগো। জার্সির হাতের নিচ থেকে কোমর পর্যন্ত গাঢ় সবুজ রঙের স্ট্রাইপ, পেছনের দিকে টিয়া-রঙের ওপর খেলোয়াড়ের নাম। ট্রাউজারের রং গাঢ় সবুজ।

নিজেদের সোশ্যাল প্ল্যাটফর্মে জার্সি নিয়ে ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে পিসিবি। যেখানে ক্রিকেটের প্রতি পাকিস্তানের মানুষের ভালোবাসার বিষয়, অলি-গলিতে বসে নানা বয়সের মানুষ খেলা দেখার বিষয় ও নিজের দল জিতলে কেমন ভাবে তারা উদযাপন করেন সেগুলো তুলে ধরা হয়েছে।

জার্সি উন্মোচনে অংশ নিয়েছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফরা। নারী দলের হয়ে ছিলেন সাদিয়া ইকবাল ও ফাতিমা সানাও।

এদিকে, নতুন রূপে সাজানো এই স্টেডিয়ামে আজ মাঠে গড়িয়েছে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ। চার ম্যাচের এই সিরিজের ফাইনালসহ শেষ দুটি ম্যাচ করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আগামী ২২ ফেব্রুয়ারি গাদ্দাফি স্টেডিয়ামে প্রায় তিন দশক পর কোনো আইসিসি ইভেন্টের ম্যাচ অনুষ্ঠিত হবে। ঐ ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। দীর্ঘ প্রতীক্ষার পর আন্তর্জাতিক ক্রিকেটের বড় আসরে ফেরার অপেক্ষায় পাকিস্তান ক্রিকেটপ্রেমীরা।

প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। প্রায় ৮ বছর পর বসতে চলা টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৮টি দল, যেখানে ম্যাচ হবে মোট ১৫টি। ‘এ’ গ্রুপে থাকা পাকিস্তানের সঙ্গী নিউজিল্যান্ড, বাংলাদেশ ও ভারত। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। গ্রুপ পর্বের খেলা শেষ হবে ২ মার্চ। ৪ ও ৫ মার্চ হবে দুটি সেমিফাইনাল শেষে শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ৯ মার্চ।

সর্বশেষ সংবাদ

বিমানবন্দরে নেমে ১০ মিনিটেই ভিসা পাবেন বিদেশিরা

বিদেশি নাগরিকদের জন্য অনলাইনে অন অ্যারাইভ্যাল ভিসা কার্যক্রম উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ৩০ দিনের জন্য এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ