spot_img

গ্রেপ্তারি পরোয়ানা জারি, মুখ খুললেন সোনু সুদ

অবশ্যই পরুন

অর্থ জালিয়াতি মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় বলিউডের অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের একটি আদালত।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, একটি ভুয়া বিনিয়োগ সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছে সোনু সুদের বিরুদ্ধে। লুধিয়ানার আদালতের নির্দেশে তার ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

জানা গেছে, এই মামলার সূত্রপাত হয় লুধিয়ানার এক আইনজীবী রাজেশ খান্নার দায়ের করা অভিযোগ থেকে। তিনি দাবি করেন, মোহিত শুক্লা নামের এক ব্যক্তি তাকে ‘রিজিকা কয়েন’ নামে একটি ভুয়া বিনিয়োগ প্রকল্পে ১০ লাখ রুপি সুদ প্রদান করতে প্রলুব্ধ করেন।

এই মামলায় সোনু সুদকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে তলব করা হয়েছিল, কিন্তু তিনি হাজির হননি। এই অনুপস্থিতির কারণেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এই গ্রেপ্তারি পরোয়ানা ১০ ফেব্রুয়ারির মধ্যে কার্যকর করে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে। যদি তা সম্ভব না হয়, তবে কেন তা কার্যকর করা যায়নি, সেই কারণ জানাতে হবে বলে আদেশে বলা হয়েছে।

এই বিষয়ে মুখ খুলেছেন সোনু সুদ। তিনি বলেন, ‘আমি কিছু বিষয় স্পষ্ট করে দিতে চাই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে খবর ছড়াচ্ছে তা অত্যন্ত চাঞ্চল্যকর। আমি বিষয়টি সোজা করে তুলে ধরতে চাই। মামলাটি আসলে তৃতীয় পক্ষের। মাননীয় আদালত আমাকের তৃতীয় পক্ষের এই মামলায় সাক্ষী হিসাবে তলব করেছিল। যার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক বা সম্পৃক্ততা নেই। আমাদের আইনজীবীরা প্রতিক্রিয়া জানিয়েছেন আগামী ১০ ফেব্রুয়ারি আমরা একটা বিবৃতি দেব যেটি কিনা এই মামলায় আমার জড়িত না থাকার বিষয়টি স্পষ্ট করবে।’

সর্বশেষ সংবাদ

গাজীপুরের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদেরকে সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। তিনি জানান,...

এই বিভাগের অন্যান্য সংবাদ